২০২২ সালে হামলা চালিয়ে বিএনপির কর্মিসভা প- ও মারপিটের অভিযোগে আদালতে মামলা দায়ের করেছেন জেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু। ফরিদপুর দ্রুতবিচার আদালতে গতকাল তিনি মামলাটি করেন। আসামি করা হয়েছে ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠুসহ ২৯ জনকে। এ ছাড়া দেড় থেকে ২০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। শুনানি শেষে দ্রুতবিচার আদালতের ভারপ্রাপ্ত বিচারক শাওন হোসেন কোতোয়ালি থানার ওসিকে মামলাটি গ্রহণের নির্দেশ দেন।