কুমিল্লার চৌদ্দগ্রামে বিনামূল্যে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণে কৃষকের মুখে হাসি ফুটেছে। কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার মুন্সীর হাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের ধানের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করেন কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আক্তারুজ্জামান। উপস্থিত ছিলেন- ড. সিরাজুল ইসলাম, ড. শিলা প্রামাণিক, ড. নজমুল বারী প্রমুখ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সিমিট বাংলাদেশ এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।