দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রবিউল ইসলাম রাহুল হত্যা মামলার আসামি ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইমাম আবু জাফর রজ্জবকে গ্রেপ্তার করেছেন র্যাব-১৩-এর সদস্যরা। সোমবার সন্ধ্যায় তাকে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়। এর আগে বিকাল ৫টার দিকে জেলার বীরগঞ্জ উপজেলার সুজালপুরে এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার হন রজ্জব। র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি সালমান নূর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রজ্জব দিনাজপুর শহরের বাহাদুর বাজার এলাকার নুরুল ইসলামের ছেলে। র্যাব জানায়, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার অভ্যুত্থানে দিনাজপুরের বেশ কিছু জায়গায় সংঘর্ষে কয়েকটি হতাহতের ঘটনা ঘটে। এসবের পরিপ্রেক্ষিতে রজ্জবসহ অন্যদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় মামলা হয়।
এরই পরিপ্রেক্ষিতে র?্যাব-১৩ সিপিসি-১-এর একটি দল বীরগঞ্জের সুজালপুর গ্রামে এক আত্মীয়ের বাসায় আত্মগোপন থাকা অবস্থায় রজ্জবকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুল নিহতের ঘটনায় ১৯ আগস্ট দিনাজপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের হয়।