চাঁদপুরের গতকাল মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকালে নয়টি বাল্কহেড ও একটি ড্রেজার জব্দ করা হয়েছে। এ সময় বালু উত্তোলনের সঙ্গে জড়িত ২৮ জনকে আটক করা হয়। সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ২৮ জনকে আটক করা হয়েছে। অভিযানকালে নয়টি বাল্কহেড ও একটি ড্রেজার আটক করা হয়েছে।