তানজীম ছরোয়ার নির্জনের মৃত্যু মনে করিয়ে দেয় দেশে এখনো অরাজকতা চলছে। পনেরো বছরের দুঃশাসনের ফল বর্তমান পরিস্থিতি। ডাকাত আকারে কিংবা সন্ত্রাসী আকারে যারা দেশকে অস্তিতিশীল করছে তাদের বিরুদ্ধে সবাইকে কাজ করতে হবে। গতকাল মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের পরিবারকে সমবেদনা জানাতে তার বাড়ি টাঙ্গাইলের করের বেতকায় এসে এসব কথা বলেন। কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে ডাকাতি প্রতিরোধ অভিযানে মঙ্গলবার নিহত হন সেনা কর্মকর্তা তানজিম ছারোয়ার নির্জন।
এ সময় লেফটেন্যান্ট কর্নেল (অব.) সিদ্দিক বলেন, আমরা ৭ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এসেছি দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে নির্জনের পরিবারের প্রতি সমবেদনা জানাতে। আমরা চাই নির্জন হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা হোক।