মুন্সীগঞ্জ সদরের রামপাল এলাকায় পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে আবদুল করিম (৭০) নামে এক মুদি দোকানিকে হত্যার অভিযোগ উঠেছে। রামপাল এনবিএম উচ্চ বিদ্যালয়-সংলগ্ন এলাকায় গতকাল বিকালে এ ঘটনা ঘটে। আবদুল করিম ওই এলাকার জয়নাল ঢালীর ছেলে। ঘটনার পরই অভিযুক্ত সনেট হালদার, তার চাচা মোশারফ হালদার গা ঢাকা দিয়েছেন।
জানা যায়, সদরের ধলাগাঁও বাজারে করিমের দোকান থেকে বাকিতে পণ্য কেনেন প্রতিবেশী মোশারফ হালদার। দীর্ঘদিন হলেও পাওনা টাকা পরিশোধ করেনি মোশারফ। গতকাল বিকালে টাকার জন্য মোশারফের বাড়িতে যান করিম। এতে ক্ষুব্ধ হয়ে মোশারফ, তার ভাতিজা যুবলীগ কর্মী সনেট গং বাড়ির ভিতরেই ব্যবসায়ীকে লাঠি দিয়ে পেটায় এবং কিল-ঘুষি মারে। গুরুতর আহত অবস্থায় তিনি খুঁড়িয়ে খুঁড়িয়ে বাড়িতে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন। সদর থানার ওসি খলিলুর রহমান হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।