নওগাঁয় পৈতৃক সম্পত্তি হাতিয়ে নিতে স্বাক্ষর জাল করে নামজারির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী জুমাতুল এম ইসলাম সৌরভ জড়িতদের বিরুদ্ধে গত ২ অক্টোবর দুর্নীতি দমন কমিশন-দুদকে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সৌরভের বাবা আমিনুল ইসলাম ২০২১ সালের ১৪ জুলাই মারা যান। মরার আগে ছেলে সৌরভকে নালিশি তফসিল বর্ণিত সম্পত্তি ও মার্কেট দখল দিয়ে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেন। কৌশলে তার ভগ্নিপতি আবু জার গাফফার সৌরভের স্বাক্ষর জাল ও ছবি ব্যবহার করে তহসিল অফিসে ৩০০ শতাংশ জমির জন্য চারটি নামজারি আবেদন করেন। আবেদনে যে মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছে সেটাও সৌরভের নয়। বিষয়টি জানার পর নামজারি স্থগিত এবং নতুন করে নামজারি না দেওয়ার জন্য সহকারী কমিশনার বরাবর আবেদন করেন। নামজারি আবেদন বাতিল হলেও ১৫ দিন পর পুনরায় ওই সম্পত্তির মধ্যে তাকে ছাড়াই ৩৭ শতাংশের জন্য দুটি নামজারি আবেদন করা হয়। মোটা অঙ্কের টাকার বিনিময়ে আইনবহির্ভূতভাবে একতরফা শুনানি শেষে নামজারি মঞ্জুর করেন সংশ্লিষ্ট কর্মকর্তা।