দীর্ঘদিন থেকে বন্ধ থাকা দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকল পরিদর্শন করেছেন বাংলাদেশ চিনি ও খাদ্য করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র। তিনি চিনিকলের শ্রমিক-কর্মচারী, আখচাষি ও সর্বস্তরের ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময়ে সবার বক্তব্য শুনে মিল পুনরায় চালুর ব্যাপারে সর্বাত্মক চেষ্টার বিষয়ে আশ্বস্ত করেন।
বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ চিনিকলের অতিথি ভবনে গতকাল শ্রমিক-কর্মচারী, আখচাষি ও সর্বস্তরের ছাত্র-জনতার সঙ্গে মতবিনিময় করেন তিনি। এলাকাবাসীর প্রাণের দাবি সেতাবগঞ্জ চিনিকল পুনরায় চালুসহ চলমান আন্দোলন এবং চিনিকলের বিভিন্ন সম্ভাবনা তুলে ধরেন।
বোচাগঞ্জের ইউএনও সাইফুল হুদা, সেতাবগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালাক আবুল বাশার, জেলা বিএনপির সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।