পূর্ণিমার জোয়ারের প্রভাবে উত্তাল কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। উত্তাল ঢেউয়ের সঙ্গে আনন্দ-উল্লাসে মেতেছেন পর্যটকরা। ট্যুরিস্ট পুলিশকে সতর্ক করতেও দেখা গেছে। স্থানীয়রা জানান, জিরো পয়েন্টের আশপাশের বিভিন্ন এলাকায় ঢেউয়ের সঙ্গে গতকাল দিনভর মিতালি করেছেন পর্যটকরা। শিশু-কিশোর যুবকরা মেতেছেন উল্লাসে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে পর্যটকের ভিড়। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটিতে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যটকে মুখর হয়ে ওঠে। সাগর দেখার পাশাপাশি কেউ কেউ রাখাইন পল্লী, রাখাইন মার্কেট, বৌদ্ধ বিহার, মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ মন্দির, ঝাউবাগান, গঙ্গামতির লেক, লাল কাকড়ার চর, লেম্বুর বন, আন্ধার মানিক নদী মোহনা ঘুরে বেড়াচ্ছেন। বাড়তি পর্যটক আগমনে খুশি ব্যসায়ীরা। পর্যটক আরিফ হাসান বলেন, সমুদ্রের সৌন্দর্য তখনই ভালো লাগে, যখন বড় বড় ঢেউ কিনারায় আছড়ে পড়ে। ঢেউ দেখে লোভ সামলাতে না পেরে গোসল করতে নেমেছি। পর্যটক মাহামুদ বলেন, ছুটি থাকায় কুয়াকাটা ঘুরতে এসেছি। বড় বড় ঢেউ দেখে আমি মুগ্ধ। কুয়াকাটা ট্যুরিজম ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন কুটুমের সাধারণ সম্পাদক হোসাইন আমির বলেন, সাপ্তাহিকসহ সরকারি ছুটির দিনগুলোতে কুয়াকাটায় পর্যটকের আগমন বেশি হয়। ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের পুলিশ সুপার আনসার উদ্দিন বলেন, পূর্ণিমার জোয়ের প্রভাবে সমুদ্র কিছুটা উত্তাল রয়েছে। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে ট্যুরিস্ট পুলিশ টিম টহলে রয়েছে। এ ছাড়া মাইকিং করে পর্যটকদের সচেতন করা হচ্ছে।