কিশোরগঞ্জে ১৬ বছর পর প্রকাশ্যে জামায়াতের রুকন সম্মেলন হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গতকাল সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।
কিশোরগঞ্জ জামায়াত আমির অধ্যাপক রমজান আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি নাজমুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকী। প্রধান অতিথি সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিতে সংসদ নির্বাচন এবং দ্রুত সংস্কার সম্পন্ন করে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। কোটালীপাড়ায় প্রকাশ্যে জামায়াত : গোপালগঞ্জ প্রতিনিধি, কোটালীপাড়া উপজেলায় ওলামা সমাবেশের মধ্যে দিয়ে এই প্রথম প্রকাশ্যে এসেছে জামায়াতে ইসলামী। কোটালীপাড়া শাখার উদ্যোগে উপজেলার রাধাগঞ্জ সর্বজনীন দাখিল মাদরাসা হলরুমে গতকাল এ সমাবেশ হয়। জামায়াতে ইসলামীর কোটালীপাড়া উপজেলা শাখার আমির ছোলায়মান গাজী সভাপতিত্ব করেন। সমাবেশে ৫ শতাধিক ওলামা অংশ নেন।