চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও মূল্য তালিকা অসামঞ্জস্য থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে চার প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার সন্ধ্যায় বিপণিবাগ ও কালিবাড়ী মোড় এলাকায় এ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন। এর মধ্যে তিনটি প্রতিষ্ঠানে ৭ হাজার ও এক প্রতিষ্ঠানে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।