গাইবান্ধার পলাশবাড়ীতে শুক্রবার রাতে ফেনসিডিলসহ মো. আলম (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় ২০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। আলম রংপুরের কাফ্রিখাল এলাকার মৃত নেছার আলীর ছেলে। গতকাল র?্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে পলাশবাড়ীর বাঁশকাটা এলাকা থেকে ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।