ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের স্মরণে শুক্রবার নওগাঁয় গণসংহতি আন্দোলনের আয়োজনে স্মরণসভা হয়েছে। জেলার আহ্বায়ক মানিক মোহাম্মদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মুরাদ মোর্শেদ, সৈকত আরিফ, ম আ ব সিদ্দিকী প্রমুখ। মুরাদ মোর্শেদ বলেন, ফ্যাসিবাদের নিপীড়ন-নিষ্পেশনে মানুষের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছিল তার প্রকাশই গণ অভ্যুত্থান।
মানুষ এতদিন যে বেইনসাফির শিকার হয়েছে তার বিপরীতে ইনসাফ প্রতিষ্ঠার লড়াই করেছে। আমরা সেই ইনসাফ প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যাব। মানিক মোহাম্মদ বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্যে দিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। এই অভ্যুত্থানে দেড় হাজারের বেশি মানুষ শহীদ হয়েছেন, আহত হয়েছেন ৩০ হাজারের বেশি। অন্তর্বর্তী সরকারের কাছে অবিলম্বে আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানাচ্ছি।