ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের ছয় নেতা-কর্মী। ফরিদপুর আদালতের মাধ্যমে গতকাল তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন- ভাঙ্গা উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মীর মোশারফ হোসেন, পৌর আওয়ামী লীগ সহসভাপতি লিয়াকত মোল্লা, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মফিজুর রহমান, আওয়ামী লীগ সমর্থক ইলিয়াস শেখ, বাবুল শেখ ও সোহেল মোল্লা।