মৌলভীবাজারের কুলাউড়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেশি দামে পণ্য বিক্রি করায় ৯ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল পৌরসভার দক্ষিণবাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিংয়ের এ অভিযান অব্যাহত থাকবে।