বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার সাভারে ছাত্র-জনতা হত্যার আট মামলার আসামি জাকির হোসেন ওরফে ভাগ্নে জাকিরকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ডিএমপি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, গতকাল ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার ১০ দিনের রিমান্ডের আবেদন করা হলে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া বাংলাদেশ প্রতিদিনকে বলেন, জুলাই ও ৪ আগস্ট সাভার বাসস্ট্যান্ড থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত সড়কে অবস্থানকারী ছাত্র-জনতার ওপর হামলা করা হয়েছিল। আন্দোলন দমন করতে আগ্নেয়াস্ত্র হাতে সাভারে দলবল নিয়ে সক্রিয় ছিলেন সাবেক উপজেলার চেয়ারম্যান রাজীব, সাবেক এমপি সাইফুল ইসলাম ও ভাগ্নে জাকিরসহ সন্ত্রাসীরা। গত ৫ আগস্ট দুপুরের পর তারা আত্মগোপনে চলে যান। এখন পর্যন্ত তাদের কাউকেই গ্রেপ্তার করা যায়নি।