মালয়েশিয়ায় আগুনে পুড়ে নিহত মুন্সীগঞ্জের মামা-ভাগ্নেসহ তিনজনের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার রাতে লাশ দেশে পৌঁছানোর পর গতকাল সকালে মুন্সীগঞ্জ পৌরসভার রমজানবেগ এলাকায় জানাজা অনুষ্ঠিত হয়। পরে রমজানবেগ দক্ষিণপাড়া সামাজিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয় তাদের।
তারা হলেন- মুন্সীগঞ্জ পৌরসভার রমজানবেগ গ্রামের জব্বার আলী (৪২) এবং আবু তাহের (৩২) ও তাহেরে ভাঙ্গে সালাম (২৪)।
প্রসঙ্গত, গত ১০ অক্টোবর মালেশিয়ার জোহর রাজ্যের শিল্প এলাকায় একাধিক রাসায়নিক বিস্ফোরণে এ ঘটনা ঘটে। এতে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জব্বার, তাহের ও সালাম।