দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধু ও অন্তঃসত্ত্বা এক গৃহবধূসহ ১০ জন নিহত হয়েছেন। রবিবার রাত থেকে গতকাল সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
সিলেট : গতকাল সন্ধ্যায় সিলেট-তামাবিল মহাসড়কের মেজরটিলা চামেলীবাগ এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয় অটোরিকশা। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এদিকে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের কোম্পানীগঞ্জ ডাকঘর এলাকায় মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে সুমন মিয়া নামের এক যুবক মারা যান। তিনি মোটরসাইকেল আরোহী ছিলেন।
সিরাজগঞ্জ : রবিবার রাতে উপজেলার বেলকুচি-কামারখন্দ সড়কের চৌবাড়ি এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। তারা হলেন- বেলকুচি থানার আদাচাকি গ্রামের খালিদ হাসান (১৭) ও কামারখন্দ উপজেলার সোহাগ রানা (১৭)।
টাঙ্গাইল : টাঙ্গাইলে বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ : ময়মনসিংহে ড্রাম ট্রাক ও অটোরিকশার সংঘর্ষে সাদিয়া আক্তার (২৫) নামে এক অন্তঃসত্ত্বা নারী নিহত ও চারজন আহত হয়েছেন। গতকাল সকালে নগরীর সুতিয়াখালি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাদিয়া গফরগাঁও পৌর শহরের ইমামবাড়ী এলাকার মোহাম্মদ তামিমের স্ত্রী।
হবিগঞ্জ : শায়েস্তাগঞ্জে রবিবার রাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নাঈম মিয়া (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
কুড়িগ্রাম : ফুলবাড়ীতে গরুবাহী ভটভটি উল্টে শহিদুল ইসলাম (৫০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।