চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় রেললাইনের ওপর থেকে শীলা খাতুন (২৩) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে উপজেলার মুন্সিগঞ্জ স্টেশনের পুলিশ ফাঁড়ির কাছে তার লাশ পাওয়া যায়। শীলা উপজেলার রোয়াকুলি গ্রামের রাসেল আলীর স্ত্রী। শীলার বাবা হামিদুল ইসলাম অভিযোগ করেছেন, তার মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার পর লাশ লাইনের ওপর ফেলে গেছে তার স্বামী। চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশের এসআই মাসুদুজ্জামান জানান, শীলার শরীরে আঘাত ও ধারালো অস্ত্রের ক্ষত চিহ্ন আছে। ময়নাতদন্ত ছাড়া বিস্তারিত বলা যাচ্ছে না।