পাবনার বেড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু। বিএনপির দাবি, এলাকার সাধারণ মানুষকে কারণে-অকারণে নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে ত্রাসের রাজত্ব গড়ে তুলেছিলেন তিনি। আমিনপুর বাজারে বিএনপি কার্যালয়ে গতকাল সংবাদ সম্মেলনে তার অপকর্মের বিচার দাবি করেছেন বিএনপি নেতারা। প্রতিবাদ বিক্ষোভও করেন তারা। বেড়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক রইজ উদ্দীন বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বাবু বিএনপির নেতা-কর্মীর নামে মামলা দিয়ে হয়রানি করেছেন।
জোর করে জমি দখল, মাটি ও বালু উত্তোলন, মাদক ব্যবসা, অবৈধভাবে বাস মালিক সমিতিসহ বিভিন্ন সংগঠন ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান দখলের মধ্য দিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার অপকর্মের বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি। কিছু বলতে গেলে তুলে নিয়ে নির্যাতনের পাশাপাশি মামলা দিয়ে হয়রানি করেছেন।
অভিযোগে আরও বলা হয়, বাবুর বাহিনীর অত্যাচারে বিএনপি নেতা-কর্মীরা এলাকায় থাকতে পারেননি। ২০১৪ সালে নিজেরা বোমা পুঁতে রেখে উল্টো আমাদের নামে মামলা দিয়ে হয়রানি করেছে। সে মামলা খারিজ করার পরও আমাদের ওপর নির্যাতন বন্ধ হয়নি। এরকম মিথ্যার একাধিক নজির রয়েছে।
সংবাদ সম্মেলন শেষে বিএনপি নেতা-কর্মীরা রেজাউল হক বাবু ও তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ করেন। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক রাসেল মোল্লা, সুজানগর উপজেলা যুবদল আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, আহম্মদপুর ইউনিয়ন যুবদল আহ্বায়ক আল ফারুক সবুজ, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সামছুর রহমান সমেজ প্রমুখ।