বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হৃদয় আহমেদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে জামায়াতে ইসলামী। গতকাল বিকালে সিংড়া উপজেলার কালীগঞ্জ বাজারে এক অনুষ্ঠানে হৃদয়ের বাবা রাজু আহমেদের হাতে নগদ ২ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়। মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান।
উল্লেখ্য, ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে সাভারে পুলিশের গুলিতে নিহত হন ছাতারদিঘি ইউনিয়নের কালীগঞ্জ গ্রামের রাজু আহমেদের ছেলে হৃদয় আহমেদ।