চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। উপজেলার কয়লা দিয়াড় এলাকায় গতকাল অভিযান চালিয়ে স্মার্ট, সনি-১ ও সনি-২ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। এ সময় স্থানীয় লোকজন আরও অবৈধ ইটভাটা বন্ধের দাবি জানান। ওই ভাটাগুলোর বৈধ কাগজপত্র থাকায় ফিরে আসার চেষ্টা করেন ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। তখন তাদের ঘিরে ধরেন স্থানীয়রা। সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসক আবদুস সামাদ।
জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ছানুয়ার হোসেন বলেন, সারা দেশে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান চলছে। এর ধারাবাহিকতায় শিবগঞ্জ উপজেলায় তিনটি ভাটা ভেঙে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে দীর্ঘদিন ধরে ভাটাগুলো চলছিল।