শ্রীপুর উপজেলা সমাজসেবা অফিসের এতিম তহবিলের ৮ লাখ ৭৬ হাজার টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগে উঠেছে অফিস সহায়ক আল-মামুনের বিরুদ্ধে। ১৬ ও ১৭ অক্টোবর দুটি চেকের মাধ্যমে এ টাকা হাতিয়ে নেওয়া হয়। ঘটনার চার দিন পর গতকাল সমাজসেবা অফিস থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক আনোয়ারুল আবেদীন বলেন, ‘শুনেছি দুটি চেকের মাধ্যমে এতিম তহবিলের টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন বলেন, ‘অভিযোগ পেয়েছি। সমাজসেবা বিভাগকে সুনির্দিষ্ট কত টাকা নিয়েছে তা জানাতে বলেছি।