যশোরের শার্শার বাগআঁচড়া থেকে ১০টি সোনার বারসহ শুভ ঘোষ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বাগআঁচড়া ইউপি কার্যালয়ের সামনে থেকে গতকাল তাকে আটক করা হয়। শুভ মানিকগঞ্জের শিংগাইর থানার শুনীল ঘোষের ছেলে। পুলিশ জানায়, গোপন খবরে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট বসানো হয়। এ সময় শুভ ঘোষের শরীর তল্লাশি করে জিন্স প্যান্টের পকেট থেকে ১ কেজি ১৯২ গ্রাম ওজনের ১০ পিস সোনার বার পাওয়া যায়। উদ্ধার স্বর্ণের বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।