ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ উজ্জ্বলের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। গতকাল নবীনগর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বক্তারা মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক উল্লেখ করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। গত ২৯ এপ্রিল নবীনগরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ৩০ জন আহত হন। এ ঘটনায় করা মামলায় সাংবাদিক উজ্জ্বলকে আসামি করা হয়েছে।