নেত্রকোনার পূর্বধলায় গার্মেন্ট কর্মী কমলা খাতুন (২৬) হত্যা মামলায় নিজাম উদ্দিন (৩৩) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আসামির উপস্থিতিতে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাফিজুর রহমান গতকাল এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত নিজাম উদ্দিন পূর্বধলা উপজেলার আগিয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। আদালত ও মামলা সূত্রে জানা যায়, দুর্গাপুর উপজেলার রাত্রা গ্রামের মাহতাব উদ্দিনের মেয়ে কমলার বিবাহবিচ্ছেদ হলে গাজীপুরের টঙ্গীর একটি গার্মেন্টে চাকরি নেন। ২০২২ সালের ১৮ নভেম্বর টঙ্গী মিলগেট এলাকায় ভাতিজা মাসুদের বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে নিখোঁজ হন তিনি।