নারায়ণগঞ্জের ফতুল্লায় ইমারত আইন অমান্য করে ও নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভীনের নেতৃত্বে উত্তর ভুইগড় ও শান্তিধারা এলাকায় গতকাল এ অভিযান পরিচালনা করা হয়।
নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন একটি পাঁচতলা ভবনের বর্ধিত অংশ এবং রাস্তার জায়গা না রেখে ভবন নির্মাণ করায় একটি দোতলা ও একটি এক তলা ভবনের বর্ধিত অংশ ভেঙে দেওয়া হয়। রাজউকের অনুমোদন ও নকশা ছারাই নির্মাণাধীন ভবন মালিককে জরিমানা করা হয় ৬০ হাজার টাকা। নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন সব ভবনের বিরুদ্ধে রাজউকের এ অভিযান অব্যাহত থাকবে।