বগুড়া থেকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশন পর্যন্ত ডুয়েলগেজ রেলপথ নির্মাণ প্রকল্পে কালিয়া চৌধুরী মৌজার অধিগ্রহণকৃত সম্পত্তির সঠিক মূল্যের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন জমির মালিকরা। তারা বলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া চৌধুরী মৌজার অধিগ্রহণকৃত সম্পত্তির মূল্য বাবদ একরপ্রতি ১ কোটি ৩৩ লাখ ৬৪ হাজার টাকা ক্ষতিপূরণ নির্ধারণ করে। এতে প্রতি শতাংশের মূল্য দাঁড়ায় ১ লাখ ৩৩ হাজার টাকা।