দীর্ঘদিন ভোগান্তির পর অবশেষে শুরু হলো ঠাকুরগাঁও পৌরসভার সড়ক ও ড্রেন নির্মাণের কাজ। গতকাল দুপুর ১২টায় পৌর কমিউনিটি সেন্টারের সামনের সড়কে এই কাজের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন। উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক সরদার মোস্তফা শাহিন, প্রকল্প পরিচালক মফিজ উদ্দিন বাবলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিবুজ্জামান প্রমুখ।