অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কুড়িগ্রাম সদর উপজেলার দিনমজুর জুয়েল মিয়াকে গতকাল সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন ও চর উন্নয়ন কমিটি। বুধবার রাতে আকস্মিক অগ্নিকাণ্ডে গবাদি পশুসহ তার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তাকে মানবিক সহায়তা প্রদান করতে এগিয়ে আসেন সদর ইউএনও মো. ইসমাইল হোসেন। তিনি জুয়েলকে ৫ হাজার টাকা সহায়তা দেন। এ ছাড়া জেলা চর উন্নয়ন কমিটির পক্ষ থেকেও জুয়েলের হাতে অর্থ ও খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।