পাবনায় অসময়ে রাক্ষুসে রূপ ধারণ করেছে যমুনা নদী। ভাঙন শুরু হওয়ায় পাবনার বেড়া উপজেলার ঢালারচর, মাসুমদিয়া ও রূপপুর ইউনিয়নের নদীপাড়ের বাসিন্দারা চরম দুশ্চিন্তায় পড়েছেন। এক মাসে অন্তত ২০টি বাড়িঘর ও শতাধিক বিঘা ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে দিশাহারা হয়ে পড়েছেন এসব পরিবার। ঝুঁকির মুখে রয়েছে আরও হাজারো পরিবারের বসতবাড়ি, কৃষি জমি, মসজিদ ও বিদ্যালয়। স্থানীয়রা জানায়, পাবনা জেলার বেড়া উপজেলার আমিনপুর থানার কাজিরহাটের দক্ষিণ-পূর্ব দিকে দাশপাড়া মৌজা পর্যন্ত যমুনা নদী শাসনের আওতামুক্ত ৬-৭ কিলোমিটার এলাকা নদীভাঙনের মারাত্মক ঝুঁকিতে রয়েছে। এ অঞ্চলে প্রায় ১০ হাজার পরিবারের বসবাস, যার ৯৫ শতাংশ মানুষ কৃষি কাজের ওপর নির্ভরশীল। ধান, পাট, ভুট্টা, সরিষা, সবজি, কলা ও বিশেষ করে মাসকলাই চাষ করেন এই এলাকার কৃষকরা। দেশের প্রায় ২০ শতাংশ চাহিদা পূরণ করে, এই এলাকার ফসল। কিন্তু নদী শাসন না থাকায় প্রতি বছর ভাঙনে ব্যাপক এলাকা বিলীন হয়ে যাচ্ছে। কৃষিজমি হারিয়ে জীবিকা সংকটে পড়ছেন মানুষ। তারা বলছেন, দাশপাড়া পর্যন্ত শাসনপয়েন্ট থেকে পূর্ব দিকে নদী শাসন সম্প্রসারণ করা গেলে ভাঙনের হাত থেকে রক্ষা পাবেন এ এলাকার হাজার হাজার মানুষ। পাশাপাশি আরিচা-কাজিরহাট নৌপথ ৮ কিলোমিটার কমে যাবে, যা যমুনা সেতুর চাপও হ্রাস করবে। সম্প্রতি ওই এলাকায় গেলে কথা হয় কৃষক আবু হানিফ শেখের স্ত্রী শেফালী আক্তার বানুর সঙ্গে। তিনি জানান, তিন বছরে তিনবার তাদের বসতঘর যমুনার গর্ভে চলে গেছে। এবারও একই আশঙ্কায় দিন কাটছে। গত কোরবানির ঈদের দিন নদীতে অনেকের বাড়ি ভেঙে গেছে। ঈদের আনন্দ কেড়ে নিয়েছে নদীভাঙন। এরপর থেকেই ভয়ে আছেন কখন আবার ভাঙনের কবলে পড়তে হয়। কৃষক সিরাজুল ইসলাম বলেন, এ বয়সে তিনি অন্তত চারবার নদীভাঙনের শিকার হয়েছেন। এখন যেখানে বসবাস করছেন, কয়েক বছর আগে সেখান থেকে নদী ছিল প্রায় আধা কিলোমিটার দূরে। ভাঙতে ভাঙতে নদী তার দোরগোড়ায় এসে পৌঁছেছে। ভাঙন রোধে দ্রুত ও স্থায়ী ব্যবস্থা নিতে হবে তবেই মানুষ বাঁচবে। কাজীরহাট ঘাটের পাশের জোসনা খাতুন বলেন, সন্তান আর গবাদিপশু নিয়ে নির্ঘুম রাত কাটাতে হয়। স্থানীয়দের অভিযোগ, এক মাসে অন্তত ২০টি বাড়িঘর ও শতাধিক বিঘা ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। ঝুঁকির মুখে রয়েছে অনেক বসতবাড়ি, একটি মসজিদসহ হাজার খানেক পরিবার। বেড়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বলেন, কিছু এলাকায় ভাঙন দেখা দিয়েছে। ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিরোনাম
- সিলেটের শ্রমিক নেতাদের গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ
- খিলগাঁওয়ে খাল থেকে মরদেহ উদ্ধার
- শাপলা কলি দেওয়া হলে নেবে এনসিপি
- সাংবাদিকদের চুপ করালে সবার কণ্ঠ থেমে যায়: জাতিসংঘ মহাসচিব
- বিয়ের দিন ঠিক করতে গিয়ে নিহত সেই রুপলালের মেয়ের বিয়ে
- জুলাই সনদ ইস্যুতে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে : গয়েশ্বর
- খাগড়াছড়িতে বিএনপির ৩১ দফার প্রচারণায় লিফলেট বিতরণ
- বগুড়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণ, আহত ১
- সিরাজগঞ্জে ৮ হাজারেরও বেশি কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ২৬ টাকা
- এনজিও কর্মীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
- ঢাকায় প্রিজন ট্রাকের ধাক্কায় ঠেলাগাড়ি শ্রমিকের মৃত্যু
- সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি
- পুণ্যার্থীর ছদ্মবেশে সুন্দরবনে হরিণ শিকারের চেষ্টা, আটক ৭
- 'গাড়ি চালানো শেখার আগে, হর্ন দেওয়া শিখতে হবে'
- স্বরাষ্ট্র-পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে জাকির নায়েক বাংলাদেশে আসবেন: ধর্ম উপদেষ্টা
- বিমানবন্দরে হাম রোগী, যাত্রীদের মধ্যে আতঙ্ক
- সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
- একদল সংস্কার ভেস্তে দিচ্ছে, আরেক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে : নাহিদ
- ভিন্নমত পোষণের প্রস্তাব বাদ দিলে নির্বাচিত সরকার অকার্যকর হয়ে পড়বে
পাবনা
অসময়ে রাক্ষুসে রূপে যমুনা
হাজারো পরিবার দিশাহারা
সৈকত আফরোজ আসাদ, পাবনা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর