ফরিদপুরের ভাঙ্গায় ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শাফি শিকদার (৭৫) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়। স্থানীয় বাসিন্দা ও শিশুটির পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টায় টাকার লোভ দেখিয়ে শিশুটিকে শাফি নিজের বসতঘরে ডেকে নিয়ে যান। বাড়িতে কেউ না থাকায় তিনি শিশুটিকে ধর্ষণচেষ্টা করেন। এ সময় প্রতিবেশী এক নারী শিশুটিকে উদ্ধার করেন। গতকাল দুপুরে শিশুটির বাবা ভাঙ্গা থানায় লিখিত অভিযোগ দেন। ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণচেষ্টার অভিযোগে একটি মামলা হয়েছে।
প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যায়। সন্ধ্যায় এ মামলার আসামি শাফি শিকদারকে গ্রেপ্তার করা হয়েছে।’