গাইবান্ধার সাদুল্লাপুরে আট বছরের শিশু ধর্ষণের ঘটনায় পালাতক আসামি আনারুল ইসলামকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকালে এ তথ্য জানান গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ড। এর আগে শুক্রবার চট্টগ্রাম মহানগরের কৃষ্ণচূড়ার পাহাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ১৮ অক্টোবর বিকালে ভুক্তভোগী শিশুটি নিখোঁজ হয়। দীর্ঘ সময় পর একই এলাকার আনারুল মিয়ার বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় খুড়িয়ে খুড়িয়ে শিশুটি বের হয়ে আসে। শিশুটি জানায়, তাকে বিস্কুট খাওয়ানোর কথা বলে আনারুল বাড়িতে ডেকে নিয়ে তার ওপর নির্যাতন করে। শিশুটিকে গুরুতর অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়।