বগুড়ায় পুণ্ড্র ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্বেচ্ছাসেবী সংগঠন পিইউবি ব্লাড এইডের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প হয়েছে। গতকাল সকাল ১০টায় দিনব্যাপী এ ক্যাম্পে কার্যক্রম শুরু হয়। উপাচার্য প্রফেসর ড. চিত্তরঞ্জন মিশ্র মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন। সার্বিক সহযোগিতায় ছিল টিএমএসএস হাসপাতাল। ক্যাম্প পরিদর্শন করেন পুণ্ড্র ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. হোসনে-আরা বেগম ও বিওটি সদস্য আয়শা বেগম। হোসনে-আরা বেগম এ উদ্যোগের প্রশংসা করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, স্বাস্থ্যবিষয়ক পরামর্শ ও ওজন পরিমাপ সেবা নেন। পিইউবি ব্লাড এইডের সভাপতি আরাফাত রহমান বলেন, রক্তদানের মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া এবং সুস্থ জীবনধারা বজায় রাখার লক্ষ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রতি উৎসাহিত করাই এই আয়োজনের উদ্দেশ্য।