দিনাজপুরের বীরগঞ্জে জমি বিরোধের জেরে সংঘর্ষে মো. জয়নাল আবেদীন নামে একজন নিহত হয়েছেন। গতকাল সকাল ৭টায় বীরগঞ্জের জামতলী বাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ মো. শাহাদাত (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে। মো. জয়নাল আবেদীন (৩৫) বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের ধুলাউড়ী গ্রামের মো. হুরমুজ আলীর ছেলে। তিনি পঞ্চগড়ে সমবায় অফিসে ক্যাশিয়ার ছিলেন। বীরগঞ্জ থানার ওসি মো. আবদুল গফুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ এ ঘটনায় শাহাদাতকে গ্রেপ্তার করেছে। এদিকে সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় আবদুল লতিফ (৪৫) নামে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। লতিফ উপজেলার সলঙ্গা থানার চর ফরিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে। লাশ শহীদ এম মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্র জানায়, লতিফ দীর্ঘদিন ধরে গরু ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। রবিবার রাতে তিনি নিখোঁজ হন।
পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। গতকাল ভোরে স্থানীয়রা ফুলজোড় নদীতে হাত-পা বাঁধা লাশ ভাসতে দেখে থানায় খবর দেন।
সলঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বলেন, ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান বলেন, ঘটনাটি তদন্তে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন। এদিকে উল্লাপাড়া উপজেলার চৌকিদহ সেতুর নিচে পাওয়া গেছে এক যুবকের লাশ। তার পরিচয় জানা যায়নি।