কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯ নেতা-কর্মীসহ ২৫ জনকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রতিনিধিদের পাঠানো খবর-
গাইবান্ধা : জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবদুল লতিফ ও পৌর ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কামাল হোসেন বাবুকে বগুড়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : উপজেলার বরপা ও পূর্বাচল থেকে ছাত্রলীগের নেতা-কর্মীসহ সাতজনকে আটক করে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) : উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতা-কর্মীসহ ১৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
কলাপাড়া (পটুয়াখালী) : উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. নাজমুল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
লালমনিরহাট : লালমনিরহাটে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।