নেত্রকোনার আমন খেতে ইঁদুর ও ক্ষতিকর পোকা-মাকড়ের উপদ্রব বেড়েছে। ক্ষতির মুখে পড়েছেন তিন উপজেলার (সদর, আটপাড়া ও কেন্দুয়া) অসংখ্য কৃষক। এর ওপর রয়েছে পচন রোগ। কৃষকরা বলছেন, তাদের একমাত্র সম্বল রোপা আমন ফসল। এবার ৭০-৮০ ভাগ কৃষকের জমিতে হানা দিয়েছে ইঁদুর। নানা ধরনের বিষ প্রয়োগও করছেন তারা। খুব একটা ফল পাননি। তিন উপজেলায় ইঁদুরের আক্রমণে অন্তত ১ হাজার কৃষক মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষি বিভাগ সূত্রে জানা যায়, জেলার ১০ উপজেলায় ১ লাখ ৩৫ হাজার ৮৪০ হেক্টর জমিতে রোপা আমন আবাদ হয়েছে। এর মধ্যে হাইব্রিড ১৩ হাজার ৭১৫ ও স্থানীয় জাত ৬৮৪০ হেক্টর। বাকি সব উফশী। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক আমিরুল ইসলাম জানান, এ সময়ে সাধারণত ইঁদুর আক্রমণ করে। জেলার প্রায় ৬০ হেক্টর জমির ধান নষ্ট করেছে বলে সাক্ষাৎকারে জানান তিনি।