দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় এক পর্যটকসহ আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
চট্টগ্রাম : মিরসরাইয়ের ছড়ারকুল এলাকায় গতকাল সন্ধ্যায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন দুই শিক্ষার্থী। তারা হলেন ফখরুল ইসলাম (১৪) ও কাউছার হোসেন (১১)। মাদারীপুর : জেলার ভূরঘাটা এলাকায় বৃহস্পতিবার রাতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- ইসমাইল হোসেন মারুফ (২০) ও নুরুজ্জামান (৪৩)। বান্দরবান : আলীকদম-থানচি সড়কে গতকাল মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাঁদে পড়ে অজয় বড়ুয়া (২৮) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বগুড়া : কাহালুতে গতকাল ট্রাকচাপায় আনোয়ারুল (৩৫) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। বাগেরহাট : ফকিরহাটে গতকাল গাড়ির ধাক্কায় নিহত হন জমশেদ শেখ (৬৮) নামে মোটরসাইকেল আরোহী এক কৃষক। সিরাজগঞ্জ : সদর উপজেলার বনবাড়িয়ায় গতকাল বাসচাপায় রাজু মিয়া (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়।