হবিগঞ্জের বাহুবলে পিকআপ ভ্যানে সীমান্ত দিয়ে আনা ভারতীয় শাড়ি পাচারের সময় তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর বাগানবাড়ী থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- মানিকগঞ্জের মান্নান আহমেদ (৪৮), সিলেটের নুর উদ্দিন (৩২) ও আবদুর রউফ (৩২)। ওসি মো. আমিনুল ইসলাম বলেন, ২৫৫ পিস ভারতীয় জর্জেট শাড়িসহ তাদের আটক করা হয়। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।