ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাধ্যমিক পর্যায়ের সুবিধাবঞ্চিত ২২০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ। স্থানীয় সরকার বিভাগ ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক (ডিডিএরজি) শংকর কুমার বিশ্বাসের সভাপতিত্বে ও আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ ছড়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের (সংযুক্ত) সচিব মো. মাহমুদুল হোসাইন খান। সভায় আরও বক্তব্য দেন আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, আশুগঞ্জ থানার ওসি খায়রুল আলম, আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল খান, সরকারি হাজী আবদুল জলিল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির প্রমুখ।