চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা আইসিপি সেন্টারে বিজিবি-বিএসএফ কোম্পানাী কামান্ডার পর্যায়ে পতাকা বেঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ জানান, পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবির দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার সফিউল আলম এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে কোম্পানী কমান্ডার এসি তারা দত্ত। বৈঠকে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে আলোচনা হয়।
বিডি-প্রতিদিন/৩০ জুন ২০১৬/শরীফ