মাদারীপুরে কলেজ শিক্ষক রিপন চক্রবর্তীকে (৪০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার মূল হোতা খালেদ সাইফুল্লাহকে রাজধানী থেকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে ডেমরা এলাকা থেকে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট খালেদকে গ্রেপ্তার করে বলে জানান ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (জনসংযোগ) মাসুদুর রহমান।
তিনি বলেন “সে কলেজ শিক্ষক রিপন চক্রবর্তীকে হত্যা চেষ্টার মূল পরিকল্পনাকারী।”
এর আগে, গত ১৫ জুন মাদারীপুরে সরকারি নাজিম উদ্দিন কলেজের গণিতের প্রভাষক রিপনকে কুপিয়ে হত্যার চেষ্টা হয়। ওই সময় জনতার হাতে আটক গোলাম ফাইজুল্লাহ ফাহিম তিনদিন পর পুলিশ রিমান্ডে থাকা অবস্থায় কথিত 'বন্দুকযুদ্ধে' নিহত হন। ফাহিমের দেওয়া প্রাথমিক তথ্যের ভিত্তিতে ওই হামলার ঘটনায় ছয়জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
বিডি-প্রতিদিন/০১ জুলাই, ২০১৬/মাহবুব