বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল সাউদের খালপাড় এলাকায় বিআরটিসি’র যাত্রীবাহি বাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। শক্রবার বিকেল পৌঁনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে চালকসহ ২০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে রাজিব মজুমদার, লবনী মজুমদার, মতলেব এবং বিআরটিসির অজ্ঞাতনামা চালককে অচেতন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের বরিশাল সহ বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে।
গৌরনদী ফায়ার সার্ভিসের ইনচার্জ অধির চন্দ্র হাওলাদার জানান, দুর্ঘটনার পর মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হলেও পুলিশ এবং ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক সরিয়ে ফেলে দ্রুত মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করে।
বিডি প্রতিদিন/০১ জুলাই ২০১৬/হিমেল-১৯