সাতক্ষীরার সদর উপজেলার কালেরডাঙ্গা গ্রামের আবদুল মাজেদের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা এ সময় বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্নালংকারসহ দশ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে যায়। আবদুল মাজেদ কালেরডাঙ্গা গ্রামের মৃত আনারউদ্দীন সরদারের ছেলে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করেছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) এমদাদুল হক শেখ জানান, আজ শনিবার ভোর রাতে সেহরি খাওয়ার আগে উঠোনের টিউবঅয়েলে মুখ ধুতে আসেন বাড়ির মালিক সাতক্ষীরা সাব রেজিস্ট্রি অফিস কেরানি আবদুল মাজেদ। এ সময় ১০/ ১২ জনের একদল সশস্ত্র ডাকাত তাকে জিম্মি করে ফেলে। পরে তারা ঘরে ঢুকে বাড়ির লোকজনকে মারধর করে বেধে ফেলে। এ সময় আলমারি খুলে ১৮ ভরি স্বর্নালংকার ও নগদ দুই লাখ টাকা লুট করে পালিয়ে যায় ডাকাতরা।
ওসি আরও জানান, তিনি নিজে ঘটনাস্থলে আছেন। ডাকাতদের ধরতে অভিযান শুরু করা হয়েছে । ইতিমধ্যে দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/২ জুলাই ২০১৬/হিমেল-০৭