গাজীপুর মহানগরীর নাওজোর এলাকায় ট্রাকের ধাক্কায় তিন বছরের এক শিশুসহ দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। আজ সকালে নাওজোড় এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক জানান, সকাল পৌনে ৬টার দিকে নাওজোড় এলাকায় চৌরাস্তাগামী একটি যাত্রীবাহী লেগুনাকে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই লেগুনার দুইযাত্রী নিহত এবং এক নারী যাত্রী আহত হন।
পরে আহত যাত্রীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/২ জুলাই ২০১৬/হিমেল-০৯