কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর বাজারে আওয়ামী লীগ সমর্থিত দুই চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে আজ শনিবার সকালে আবারো সংঘর্ষ হয়েছে। এ সময় উভয়পক্ষ বাজারের বেশ কয়েকটি দোকানে আগুন দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রথমে লাঠিচার্জ এবং এক পর্যায়ে শটগানের ফাঁকা গুলি করে।
ঘটনাস্থলে দায়িত্বরত অষ্টগ্রাম থানার এসআই নূরে আলম এ প্রতিনিধিকে জানান, সকালে উভয় গ্রুপ বাজারে আগুন দেয়। এ সময় পুলিশ লাঠিচার্জ ও শটগানের ২০ রাউন্ড ফাঁকা গুলি করে। এক পর্যায়ে গুলি শেষ হয়ে গেলে তারা পুলিশের প্রতি মারমুখী হয়ে ওঠে। পরে পুলিশ নিরাপদ স্থানে চলে আসে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুর ১২ টার দিকে আদমপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান আব্দুল মন্নাফ ও সাবেক চেয়ারম্যান ফজলুল করিম বাদলের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। এ সময় উভয়পক্ষ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে পরস্পরের ওপর হামলা চালায়। প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। হামলাকারীরা এ সময় আগুন দিয়ে বাজারের অন্তত ১০টি দোকান পুড়িয়ে দেয়। পুলিশ শর্টগানের ১২ রাউন্ড ও চায়না রাইফেলের এক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর জের ধরে আজ শনিবার সকালে আবারো হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোহসিন উদ্দিন জানান, তিনি ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দু’পক্ষের মধ্যে একটা সমাধানে উপনীত হওয়ার চেষ্টা করবেন।
বিডি-প্রতিদিন/২ জুলাই ২০১৬/শরীফ