ঢাকার গুলশানের স্প্যানিস রেস্টুরেন্টে সন্ত্রাসীদের গুলিতে নিহিত পুলিশের সহকারী কমিশনার রবিউল ইসলামের গ্রামের বাড়িতে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে।
নিহত রবিউল মানিকগঞ্জ সদরের কাটিগ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। সাহসী এই পুলিশ কর্মকর্তার অকাল মৃত্যুতে নিজ এলাকা কাটিগ্রামে শোকের ছায়া নেমে আসেছে।
সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, সন্তানসম্ভবা স্ত্রী উম্মে সালমা স্বামীর মৃত্যুর খবরে অসুস্থ হয়ে অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছেন। একমাত্র ছেলে সাজেদুল ইসলাম ছামি (৫) বাবাকে হাড়িয়ে নির্বাক। রবিউলের মা করিমুন্নেছা যেন কান্নার শক্তিও হাড়িয়ে ফেলেছেন। বারবার মুর্ছা যাচ্ছেন। প্রতিবেশীরাও স্বান্তনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন।
রবিউলের শশুর মোঃ সাজাহান জানান, রবিউলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। বিকাল ৫টায় রাজারবাগ পুলিশ লাইনে জানাজা শেষে লাশ মানিকগঞ্জ আনা হবে।
বিডি প্রতিদিন/২ জুলাই ২০১৬/হিমেল-১২