লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার উত্তর দলগ্রামের একই পরিবারের ৩ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। শনিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের ঘটনায় এলাকায় শোকে ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ১১টার দিকে কালিগঞ্জ উপজেলার উত্তর দল গ্রামের আব্দুল গফুর মিয়ার বাড়ির পাশের বিদ্যুতের তার ছিড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ঋতু আক্তার (৪)। এসময় তাকে উদ্ধার করতে গেলে তার মা পারুল বেগম (৫০) এবং তার ভাই রানা (১০) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই মারা যায়।
নিহত ঋতু এবং রানা একই এলাকার আব্দুল গফুর মিয়া এবং পারুল বেগমের সন্তান। কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/২ জুলাই ২০১৬/হিমেল-১৬