আজ বুধবার সকালে লালমনিরহাট পুলিশ লাইন শেড রুমে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ বছর ফাকল পুলিশ লাইন স্কুল থেকে জেলার সর্বোচ্চ জিপিএ-৫ পাওয়ায় জেলা পুলিশ এ সংবর্ধনার আয়োজন করে।
ফাকল পুলিশ লাইন স্কুলের অধ্যক্ষ সুরেন্দ্র নাথ বর্মার সভাপতিত্বে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম রশিদুল হক, অন্যন্যের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, অতিরিক্ত পুলিশ সুপার এমএন নাসির, সহকারি পুলিশ সুপার শহীদ সোহরাওয়াদী সহ জেলার শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৪৩ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও উপহার দেওয়া হয়।
বিডি প্রতিদিন/১০ মে ২০১৭/হিমেল