মাদারীপুরে কর্মরত দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা হওয়ায় বুধবার জরুরি বৈঠক ডেকেছে জেলায় কর্মরত সাংবাদিকরা। বুধবার বিকালে দৈনিক মাদারীপুর সংবাদ কার্যালয়ে আয়োজিত বৈঠকে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে মাদারীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হবে বলে জানান মাদারীপুরে কর্মরত সাংবাদিকরা। একই সঙ্গে মামলা প্রত্যাহার না হওয়ায় পর্যন্ত লাগাতার আন্দোলনের ঘোষণা দেয়া হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন মাদারীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াকুব খান শিশির, সুবল বিশ্বাস, একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম পলাশ, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি রিপনচন্দ্র মল্লিক,কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি আয়শা সিদ্দিকা আকাশী, চ্যানেল টোয়েন্টিফোরের সাংবাদিক সাগর হোসেন তামিম, বাংলাভিশনের জেলা প্রতিনিধি ফরিদ উদ্দিন মুপ্তি প্রমুখ।
উল্লেখ্য, গত ৮ মে দৈনিক বাংলাদেশ প্রতিদিনে ‘ভদ্রখোলায় আলোচিত ৫ খুনের বিচার হয়নি র্দীঘদিনেও’ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এছাড়াও বেসরকারী টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরসহ বেশ কয়েকটি গণমাধ্যমে এসংক্রান্ত সংবাদ প্রকার হওয়ায় একটি প্রভাবশালী মহল ক্ষুদ্ধ হয়। এর জের ধরেই সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রামের মালেক হাওলাদারের স্ত্রী তহমিনা বেগমকে দিয়ে মঙ্গলবার একটি অপহরণ মামলা করে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের করা এ মামলায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন।
মামলায় দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর এর মাদারীপুর জেলা প্রতিনিধি বেলাল রিজভী ও দৈনিক খবর এর জেলা প্রতিনিধি আক্তার হোসেন বাবুলকে আসামি করা হয়। এছাড়া এই সংবাদে যারা বক্তব্য দিয়েছে, তাদেরও মামলায় আসামি করা হয়েছে। এতে চরম ক্ষুদ্ধ হয়ে উঠেছে মাদারীপুরে কর্মরত সাংবাদিক সমাজ। তারা অচিরেই এই মিথ্যা মামলা থেকে দুই সাংবাদিকসহ অন্য আসামিদের অব্যাহতির দাবি জানান।
বিডি-প্রতিদিন/১০ মে, ২০১৭/মাহবুব